ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বকাপ উদ্বোধনীতে থাকছেন না পেলে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৪, ১২ জুন ২০১৮ | আপডেট: ১১:৩০, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির একজন ছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। অসুস্থতার কারণে তার উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বলা হচ্ছে অসুস্থতার জন্য রাশিয়া সফর বাতিল করেছেন তিনবারের বিশ্বকাপজয়ী তারকা পেলে। তার মুখপাত্র স্প্যানিশ বার্তা সংস্থা ইফে কে জানিয়েছেন, ‘তিনি সুস্থবোধ করছেন না। তার পায়ে সমস্যা রয়েছে।’

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আমন্ত্রণ পাওয়া অতিথিদের অন্যতম পেলে। বর্তমান পরিস্থিতিতে অসুস্থতায় তার উপস্থিতির সম্ভাবনা শূন্য।  

৭৭ বছর বয়সী এই তারকা বেশ কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। বেশ কয়েকবার অস্ত্রোপচারও হয়েছে তার। যার জন্য খুব বেশি জনসম্মুখে দেখা যায় না ব্রাজিল কিংবদন্তিকে।  

টিআর/এসি   

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি